চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। একই দিন সকাল ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার কেষ্টপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত নিয়ামত মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে নিজ এলাকা থেকে যাত্রী নিয়ে আলমডাঙ্গায় যাচ্ছিলেন রফিকুল। পথে কেষ্টপুর গ্রামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক রফিকুল ও যাত্রী জামাল উদ্দিন রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব পারভেজ জানান, অবস্থা গুরুতর হওয়ায় ভ্যানচালক রফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়। এছাড়া ভ্যানের যাত্রী জামাল উদ্দিনকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল