নারায়ণগঞ্জ কোস্ট গার্ড পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি টাকার জেলিযুক্ত চিংড়ি ও ১ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করেছ। বুধবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এই তথ্য নিশ্চিত করেন।
মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, বুধবার রাত ১ টার দিকে ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। এ সময় খুলনা থেকে চট্টগ্রামগামী ৫টি যাত্রীবাহী বাসে তল্লাশি করে আনুমানিক ৮ হাজার ২০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৯৮ লাখ ৪০ হাজার টাকা। তবে জব্দকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়নি।
অভিযানে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
এদিকে বুধবার ভোর ৫ টার দিকে অপর একটি অভিযানে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী সংলগ্ন এলাকায় ভোলা থেকে ঢাকাগামী দুটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি করে আনুমানিক ১৬০০ কেজি (৪০ মন) জাটকা জব্দ করা হয়। জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি মো. বাবু রণরঞ্জন দাসের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল