চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সলিমুল্লাহ সেলিম লাভলু (৫২)র মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বুধবার সকালে ৭নং ওয়ার্ডের মান্দাতলী গ্রামের ইটের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত লাভলু মেম্বারকে কে বা কারা রাতের অন্ধকারে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়। সকালে এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্টরা হত্যাকান্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এসময় মৃতদেহের ডান কানের নিচে ও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে হত্যাকান্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। চলছে তদন্ত কাজ।
বিডি প্রতিদিন/এএম