নেত্রকোনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক হয়েছে। বুধবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার কাউপুর গ্রামের পশ্চিমপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য বেচাকেনা করার সময় গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-মোহনগঞ্জ উপজেলার মানশ্রী গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. আলমগীর হোসেন (২৬) ও আটপাড়া উপজেলার বামন্দি গ্রামের আলিম উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া (২৯)।
জেলা ডিবির (পূর্ব) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই মো. তাহের উদ্দিন খান ও এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টিম আটপাড়া উপজেলায় অভিযান চালায়। এসময় গাঁজাসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে ডিবির এসআই তাহের উদ্দিন খান বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এমআই