নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে ডেকে নিয়ে অশ্লীল ছবি ধারণ করে চাঁদা দাবির অভিযোগে একই চক্রের তিন নারীসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ব্ল্যাকমেইলের শিকার ব্যক্তির একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ব্ল্যাকমেইলের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার বাসিন্দা মো. মহসিন টিটু, জোবেদা, নারগিছ আক্তার, ইসমত আরা ও জহির। বুধবার দুপুরে আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বিকেলে ভুক্তভোগী আব্দুল খালেক বেচু পূর্বপরিচিত মো.মহসিন টিটুর বাড়িতে চায়ের আমন্ত্রণ যান। সেখানে বেচুকে একটি রুমের ভিতরে প্রবেশের সাথে সাথে টিটু বােইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এসময় একজন অজ্ঞাত নারী ও ৫-৬ জন ব্যক্তি বেচুকে উলঙ্গ করে আপত্তিকর ছবি তোলে। এর একপর্যায়ে অজ্ঞাত নারী আব্দুল খালেক বেচুর সাথে জোরপূর্বক আপত্তিকর কাজে লিপ্ত হয় এবং তা মোবাইলে ধারণ করে। পরবর্তীতে আসামিরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে তার মোটরসাইকেল রেখে দেয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ব্ল্যাকমেইল চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক