ফরিদপুরের মধুখালীতে গৃহবধূ ও সালথায় বিদেশফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সালথা উপজেলার গট্রি ইউনিয়নের স্বরুপদিয়া-বড়দিয়া গ্রামে বিদেশ ফের ফিরোজ মাতুব্বর (২২) নামের এক যুুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফিরোজ মাতুব্বর বড়দিয়া গ্রামের ইউসুফ মাতুব্বরের ছেলে।
পুলিম ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফিরোজ চার বছর আগে বিদেশ গেলেও সম্প্রতি দেশে ফিরে আসে। চার লাখ টাকা খরচ করে বিদেশ যাবার সময় ঋণী হয়ে পড়ে। ঋণের টাকা ফেরত দিতে না পারায় হতাশায় ভুগছিল সে। হতাশাগ্রস্থ হয়ে মঙ্গলবার গভীর রাতে বাড়ির পাশে কাঠাল বাগানে গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সালথা থানার ওসি মোঃ শেখ সাদিক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে, মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামের মাহফুজা খাতুন (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, নওপাড়া ইউনিয়নের মোঃ আবুল শেখের কন্যা মাহফুজা খাতুন স্বামীর সাথে কলহের জেরে আত্মহত্যা করে। বুধবার গভীর রাতে মাহফুজা খাতুন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মাহফুজার মৃত্যুর পর তার স্বামী পালিয়ে গেছে জানান স্থানীয়রা। মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম