ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অগ্নিকাণ্ডে একটি বাজারের তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়ান বাজারের মুন্না গ্যারেজে আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। আধা ঘণ্টাব্যাপী অগ্নিকাণ্ডে বাজারের জান্নাত বেডিং স্টোর, মুন্না গ্যারেজ ও ইয়ামিন ইঞ্জিনিয়ারিং নামে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএইচ ইরফান উদ্দিন আহমেদ।
বিডি প্রতিদিন/এমআই