ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের উরুন মধ্যপাড়া জামে মসজিদের সামনে বুধবার (২ নভেম্বর) বিকেলে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় অপর তিন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশন এলাকার মো: সফিউল্লাহর ছেলে আবুল কাশেম ও কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বরশিপুরা গ্রামের মৃত মো: হোসেন আলীর ছেলে মো: হাবিবুর রহমান হাবু।
জানা যায়, বুধবার বিকেলে উপজেলার তরগাঁও ইউনিয়নের উরুন মধ্যপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী পরিবহন বাস ও কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা রাজেন্দ্রপুর চৌরাস্তাগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি রাস্তার পাশে সিটকে পড়ে এবং ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী আবুল কাশেম নিহত হন। এসময় আশপাশের লোকজন অপর যাত্রীদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মো. হাবিবুর রহমানের মৃত্যু হয়।
আহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক কিশোরগঞ্জের তাড়াইলের কাজলা গ্রামের আ. সাহিদের ছেলে মো. হৃদয় (৩০), একই উপজেলার কল্লা এলাকার মো. আমানউল্লাহর ছেলে মো. রমজান আলী ও যাত্রী খালিয়াজুড়ির পাঁচহাট গ্রামের নাজিল হকের ছেলে মো. জাকারিয়া। আশঙ্কাজনক অবস্থায় মো. রমজান আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ