বিএনপিকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘আপনারা সংবিধানকে বৃদ্ধা আঙ্গুল দেখাবেন আর আমরা আঙ্গুল চুষবো-এই কথা যদি মনে করে থাকেন তাহলে আহাম্মুকের স্বর্গে বাস করেন। আওয়ামী লীগ কচুপাতার পানি নয়, যে টোকা দিলেই পরে যাবে। যাদের কাছে রাষ্ট্রীয় সম্পদ দূরে থাক এতিমের টাকাও নিরাপদ নয় সেই চোরের মায়ের বড় গলা। বিদেশে থেকে ইউটিউবে অপপ্রচার করে মনে করেছে এটাই শক্তি। মিথ্যাচার করে, অপপ্রচার করে পার পাবেননা। আমাদের নেত্রী সাংবিধানিকভাবে যেমন রাষ্ট্র পরিচালনা করেন, তেমনি দলকে নিভৃত রাখেন, যাতে কোন রকম উচ্ছৃখল না হয়। তাই আমরা অনুরোধ করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করেন, কেউ বাধা দেয়নি দিবেও না। কিন্তু যদি আইন আপনারা হাতে তুলে নেন যদি সংবিধানকে চ্যালেঞ্চ করে কোন কর্মসূচি দেন তাহলে তার পরিনাম ভালো হবে না।
বুধবার দুপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে গাজীপুর মহানগরের বাসন থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই সব কথা বলেন।
অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন ও মো: শাহাবুদ্দিন ফরাজি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বারীকে সভাপতি, ফাইজুর রহমান দিলীপকে সিনিয়র সহ-সভাপতি, আবুল কাশেমকে সাধারণ সম্পাদক এবং সফিকুল ইসলাম সফি, আমির হোসেন আমির, রকিব সরকারকে যুগ্ম সম্পাদক হিসেবে নাম ঘোষণা করে বাসন থানা আওয়ামী লীগের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এএম