বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা এলাকার ২৫ জন প্রতিবন্ধী হুইল চেয়ার পেয়েছেন। পৌরসভার অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।
বুধবার বিকেলে পৌরসভা চত্বরে পৃথক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকুল মিঞা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, আওয়ামী লীগ নেতা সরফুল হক উজ্জল, শামীম শেখ, ফিরোজ কামাল ফারুক, পৌরসভার সচিব আব্দুল বাতেন, পৌর প্রকৌশলী আবু রায়হান, কাউন্সিলর যথাক্রমে রফিকুল ইসলাম অপু, সাইফুল ইসলাম, আবু সাইদ মিলন, আখতারুজ্জামান উজ্জল, সাইদুল ইসলাম মিলন, নুর নাহার মিষ্টি প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম