সিরাজগঞ্জের সয়দাবাদ ইউপির কড্ডা এলাকায় আওযামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির তিন নেতা আহত হয়েছেন। তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হযেছে। বুধবার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক সরকার রফিক, একই ইউপির ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মোল্লা ও পাশ্ববর্তী কালিযা হরিপুর ইউপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম। এদিকে আহতদের হাসপাতালে নেয়ার পরই বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ভিড় জমাণ।
আহত বিএনপি নেতা শহিদুল ইসলাম জানান, সন্ধ্যার পর কড্ডা এলাকায় চায়ের আড্ডা শেষে মোটরসাইকেল নিয়ে শহরের উদ্দেশ্য রওনা হই। রাস্তায় ওঠার পরই সয়দাবাদ ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাহিনী রিগ্যান ও সাদ্দামসহ ৮/১০ জন গতিরোধ করে হামলা চালায়। তারা বেদম মারপিট করে। পরে স্থানীয়রা উদ্ধার হাসপাতালে ভর্তি করেন।
তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, সভাপতি রফিক সরকার মিছিল করছিলেন। তখন মিছিলের সামনে পড়লে ছাত্রলীগ নেতা রিগান ও সাদ্দামকে মারপিট করলে সংঘর্ষ বাধে। এতে তিনজন আহত হয়েছেন।
সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হযেছে। পুলিশ ফিরলে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ