ফরিদপুরে ঘরের আড়ার সাথে ওড়না পেচানো অবস্থায় তন্ময় বিশ্বাস (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে শহরের উত্তর টেপাখোলা এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তন্ময় বিশ্বাস উত্তর টেপাখোলা এলাকার শ্যাম বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, তন্ময় বাড়িতে তার বাবা-মার সাথে কথা কাটাকাটি করে বুধবার দিবাগত রাতে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে ঘর ফাঁকা থাকার কারণে এক পর্যায়ে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে পেচিয়ে আত্মহত্যা করে সে। সকালে ডাকাডাকি করার পরও তন্ময়ের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায় তন্ময় আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন