নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. মুত্তাকিন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মুত্তাকিন একই গ্রামের মিয়াজন মাঝি মাড়ির মো.আনোয়ার হোসেন মাসুদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আব্দুল হান্নান টিপু জানান, শিশুটি সকালে বাড়ির উঠানে খেলা করছিল। কিন্তু একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হবে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো.শফিকুল ইসলাম রাজা ঘটনার সত্যতা নিশ্চিত কর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম