বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে কৃষক দল সাংগঠনিক বিভাগ। বৃহস্পতিবার শহরের থানা রোডস্থ বিএনপি কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
সভায় বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।
সভাটি পরিচালনা করেন জেলা কৃষক দলের নেতা এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। সভা থেকে বক্তারা আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করতে সকলের প্রতি আহবান জানান। সভায় কেন্দ্রীয় কৃষক দলের নেতৃবৃন্দ ছাড়াও বৃহত্তর ফরিদপুরের গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর ও ফরিদপুর জেলার কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম