কুমিল্লার বরুড়ায় ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামস্থ কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই মো. মোস্তফা কামাল ফোর্সসহ বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করেন।
আসামিরা হলেন-চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা গ্রামের ইমজান উদ্দিন হৃদয় (২৮) ও মো. হারুন (২৫)।
সূত্র জানায়, সন্দেহ হলে পুলিশ তাদের তল্লাশি করে। এসময় কালো কসটেপ মোড়ানো ৬৮০ পিচ ইয়াবা ট্যাবলেট তাদের থেকে উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক দুই লাখ ৪৩ হাজার টাকা।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের থানায় সোপর্দ করা হয়েছে। মহাসড়ক নিরাপদ রাখার পাশাপাশি মাদক নির্মূলেও হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন।
বিডি প্রতিদিন/এমআই