জেল হত্যা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শহীদ এম. মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপনের পক্ষ থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে শহরের বাজার স্টেশনের প্রায় দুই শতাধিক ছিন্নমূল দুস্থ মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর নাতি শেহেরিন সেলিমের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, সাবেক সভাপতি মহর আলী, সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই