রাজবাড়ী গোয়ালন্দে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. মজনু শেখ (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার হামলায় আহত হয়ে দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মজনু শেখ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বর পাড়ার আকবর আলীর ছেলে। এ ঘটনায় মজনু শেখের ছোটভাই নজরুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়েছেন। মজনুর পরিবারের সদস্য আলী আকবর শেখ ১২ জনকে আসামি করে গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মজনু শেখের পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে আকবর তার দুই ছেলে মজনু ও নজরুলকে নিয়ে একটি জমিতে পেঁয়াজ রোপণ করার জন্য জমি চাষ করছিলেন। এ সময় তারা দেওয়ান নামে এক ব্যক্তির জমির কিছু অংশ ভেঙে যায়। এতে তারা দেওয়ানের ছেলে লতিফ সেখানে এসে তর্কে জড়িয়ে যায়। এক পর্যায় লতিফ ও তার পরিবারের অন্য সদস্যরা মিলে ধারালো অস্ত্র দিয়ে মজনু ও নজরুলের ওপর হামলা চালায়। ছেলেদের রক্ষায় পিতা আকবর আলী এগিয়ে আসেন। তাকেও আক্রমণ করেন লতিফসহ অনান্য সন্ত্রাসীরা। আক্রমণে মজনু ও নজরুল গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাতে মজনু মারা যায়। নজরুল বর্তমানে আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মজনু শেখ মারা গেছেন। অরেক ভাই নজরুল আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক