নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুনি-নন্দলালপুর সড়কের (মোল্লাবাড়ি) পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সড়কের পাশ থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, লাশটি অটোরিকশা চালকের হতে পারে। দুর্বৃত্তরা গলায় ফাস দিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক শাহাদাত হোসেন জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল