নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির পাশের একটি গাছ থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশটি আকাশ চন্দ্র দাসের (২৩)। সে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের প্রিয় তোষ চন্দ্র দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সবার অজান্তে বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আকাশ চন্দ্র দাস। তবে তার পরিবার আকাশের আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, আকাশ চন্দ্র দাসের পরিবার আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। সকালে লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল