নাটোরের বাগাতিপাড়ায় ৭৫০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলাম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিউল ইসলাম উপজেলার শরিফপর গ্রামের আলী হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নের্তৃত্বে জেলার বাগাতিপাড়া উপজেলার ধুলাউরি এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় ৭৫০ গ্রাম শুকনা গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএ