নরসিংদীর পলাশে আসামি ধরতে গিয়ে তৌফিকুল ইসলাম (৫৩) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
সূত্র জানায়, পুলিশ কনস্টেবল তৌফিকুল ইসলাম পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে শ্বাসকষ্টজনিত কারণে স্ট্রোক করেন। তৌফিকুল ইসলাম নেত্রকোনার বারাহাট্টা থানা এলাকার মৃত মো. শহিদ উদ্দিনের ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, শুক্রবার ভোর রাতে পলাশ থানাধীন চরসিন্দুর এলাকায় স্পেশাল-৩ রণপাহাড়ায় ভোর রাত ৪ টা ২৫ মিনিটের দিকে এএসআই আবুল কাশেম ও তৌফিকুল ইসলামসহ একদল পুলিশ গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে এক পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে যায়। তৌফিকুল ইসলামের হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তৌফিকুল ইসলামকে মৃত ঘোষণা করে।
শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পলাশ থানা চত্বরে তৌফিকুল ইসলামের প্রথম জানাজা নামাজ এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সে ১ টা ৪৫ মিনিটের দিকে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তৌফিকুল ইসলামের মৃতদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল