চাঁদপুরে কচুয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার কড়ইয়া গ্রামে প্রধানীয়া বাড়িতে ঘটনাটি ঘটে। নিহতের নাম সিরাজুল ইসলাম (৫০)।
ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো নিহতের বড় ভাই তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলের বউ তামান্না বেগম।
নিহত সিরাজুল এর স্ত্রী মাকসুদা বেগম জানান, আমার স্বামী ও আমি ঘরে ছিলাম। এসময় তার বড় ভাই তাজুল ইসলাম (৬০), স্ত্রী রহিমা বেগম (৪৫) ও তার ছেলে সাইফুল (৩২), আবির (২৪) মিলে আমাদের ঘরে প্রবেশ করে আমার স্বামী সিরাজুল ইসলামের ওপর মারধর শুরু করলে, একপর্যায়ে আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় আমার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আমার স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ইসিজি করে তাকে মৃত ঘোষণা করেন। কয়েক বছর যাবৎ আমার ভাসুরের সাথে আমাদের সম্পত্তিগত বিরোধ ছিল। তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। আমি আমার স্বামী হত্যাকারীর বিচার চাই।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: শাহনাজ সুলতানা বিপাশা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজুল ইসলামকে নিয়ে আসলে ইসিজি করে নিশ্চিত হই হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গেছেন।
কচুয়া থানার ওসি মো: ইব্রাহীম খলিল জানান, কচুয়া থানার কড়ইয়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে তার বড় ভাই তাজুল ইসলামের বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে তাজুল ইসলাম গং সিরাজের ঘরে গিয়ে তাকে মারধর করেছে। প্রতিবেশীরা সিরাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ