ফেনী সদর উপজেলার ফাজিলপুরের শিবপুরে ট্রেনে কাটা পড়ে জসিম উদ্দিন নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জসিম ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ইদ্রিস মিয়ার ছেলে।
ফেনী রেলওয়ে জিআরপি থানার ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক আলি আকবর জানান, শুক্রবার সকাল ১১টার দিকে বিজয় এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। জসিম উদ্দিন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তার পড়নে কোনো কাপড়ও ছিলো না। প্রথমে লাশটি শনাক্ত করতে পারা না গেলেও পিবিআই সন্ধ্যায় লাশটির পরিচয় নিশ্চিত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল