কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৃথক তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নবনির্মিত তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি।
দাউদকান্দি উপজেলার উত্তর সতানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের মহিলা সদস্য জেবুন নেছা জেবু, দাউদকান্দি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন খন্দকার।
আরও উপস্থিত ছিলেন সুন্দলপুর মডেল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম কেরামত আলী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও দাউদকান্দি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই