’টেকসই উন্নয়নে নবায়ণযোগ্য জ্বালানী’-এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইইডিবি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় শহরের জেলা পরিষদ সুপার মার্কেট কার্যালয় প্রাঙ্গনে সমাবেশ, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়।
এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. নূরে আলম,আইডিইবি’র কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি মো. রায়হান মিঞা, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র সাহা প্রমুখ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএ