ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৮ নভেম্বত) রাত ৮টা থেকে রাত ৯টা ৩০মিনিট পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। করে রাত ৮ টার পরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।
সরকারি নিষেধ অমান্য দন্ডবিধি ১৮৮ অনুযায়ী, বোয়ালমারীতে ৭ জন ও সহস্রাইল বাজারে ২জনসহ মোট ৯ জন ব্যবসায়ীকে ৫ হাজার চারশত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন বলেন, ব্যবসায়ীদের জরিমানা করা মুখ্য উদ্দেশ্য নয়, সরকারি নিষেধ অমান্য করা এটা অপরাধ, আশা করি সরকারি নিষেধের আওতায় ব্যবসায়ীরা রাত ৮ টার মধ্যে দোকান বন্ধ রেখে প্রশাসনকে সহোযোগিতা করবে। অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ এ এস টি