অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেয়া হামিদুল ইসলাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হামিদুল ইসলাম স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন জানান, হামিদুল ইসলাম বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া ১২ জন আনসার সদস্যের একজন ছিলেন হামিদুল ইসলাম।
বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাজা শেষে সোনাপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা