ময়মনসিংহের ফুলপুরে চাঞ্চল্যকর কৃষক নুরুল ইসলাম পাঠান হত্যা মামলার ২ আসামি আজমান আলী পাঠান ও মঞ্জুরুল হক পাঠানকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার গাজীপুর শহর থেকে মাত্র ১৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই ময়মনসিংহ।
জানা যায়, ৭ নভেম্বর দুপুরে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে নুরুল ইসলাম পাঠান ও আজমান আলী পাঠানদের মধ্যে মারামারি হয়। এতে নুরুল ইসলাম পাঠান ও তার ছেলে মাহমুদুল হাসান পাঠান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নুরুল ইসলাম পাঠানকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আর তার ছেলে মাহমুদুল হাসান পাঠানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় ছেলে মাহমুদুল হাসান পাঠান বাদি হয়ে ৮ নভেম্বর ফুলপুর থানায় একটি মামলা (নং ১৫) দায়ের করে। এরপর ফুলপুর থানা মামলাটি পিবিআই ময়মনসিংহের নিকট হস্তান্তর করে। তারপর পিবিআই -এর এডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদারের দিক নির্দেশনায় ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রকিবুল আক্তারের নেতৃত্বে গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাজীপুর শহর থেকে নিহত কৃষক নুরুলের চাচা আজমান আলী পাঠান ও আজমানের ছেলে মঞ্জুরুল হক পাঠানকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পিবিআই ময়মনসিংহ -এর এসপি রকিবুল আক্তার বলেন, পিবিআই গাজীপুর ও পিবিআই হেড কোয়ার্টার্সের সহযোগিতায় ৬ আসামির মধ্যে প্রধান ২ আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদেরও গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন