রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী নাইট কোচে ডাকাতি হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা নৈশকোচ জাহেদা পরিবহন নং-ঢাকা মেট্রো-ব-১১-৭৬৭২ তে যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতদল উঠে এই ডাকাতি করে।
পুলিশ ও যাত্রীদের সূত্রে জানাগেছে, বগুড়া পার হয়ে চালক সুমনকে (৪০) এলাপাথাড়ী ছুরিকাঘাত করে ডাকাতরা কোচটির নিয়ন্ত্রণ নেয়। এরপর যাত্রীদের ছুরিকাঘাত ও ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ দু’লক্ষাধিক টাকা মুল্যের সামগ্রী নিয়ে ধাপেরহাট- পীরগঞ্জের মাঝামাঝি স্থানে ডাকাতরা নেমে পড়ে। ডাকাতদের ছুরিকাঘাতে গাড়ির চালকও আহত হয়েছেন। গাড়ীর চালককে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, ডাকাতির বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতির ঘটনায় ড্রাইভার আহত হয়েছে। ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএ