দিনাজপুরের বিরলে শরীরবিহীন এক নবজাতক শিশুর মাথা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, উদ্ধারকৃত মাথাটি সদ্যজাত কোনো শিশুর হতে পারে।
মঙ্গলবার রাত ৭টার দিকে বিরল উপজেলার শহরগ্রাম ইউপির রতনৈর গ্রামের ধানক্ষেত থেকে শরীরবিহীন শিশুর মাথা উদ্ধার করা হয়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বিরল উপজেলার শহরগ্রাম ইউপি’র রতনৈর গ্রামের ধানক্ষেত থেকে মঙ্গলবার সন্ধ্যার আগে শরীরবিহীন ওই নবজাতক শিশুর মাথা দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে এসআই বাদশা আলম পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মাথা উদ্ধার করে।
এ ব্যাপারে বিরল থানার ওসি (তদন্ত) আবু বক্কর রাসেল জানান, উদ্ধারকৃত মাথাটি দেখে সদ্যোজাত শিশুর মনে হয়েছে। ধারণা করা হচ্ছে কে বা কারা অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতক শিশুটিকে ধান ক্ষেতের মধ্যে ফেলে দেয়। পরে হয়তো কুকুর বা শিয়ালে শিশুটির দেহের অংশ খেয়ে ফেলে।
কারো কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে উদ্ধারকৃত শিশুর মাথা স্থানীয়রা গর্ত করে মাটিতে সমাহিত করেছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই