গাজীপুরের শ্রীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ২৭টি বিভিন্ন দপ্তরের অফিস ও ১২টি শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমে জনগণকে উদ্ভুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়। সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা কার্যক্রম মেলায় আগত দর্শনার্থীদের আকৃষ্ট করে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. হারুন অর রশিদ ফরিদ, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ সাহা, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন, উপজেলা প্রকৌশলী রাকিবুল আহসান, সমাজ সেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, সমবায়
কর্মকর্তা উৎপল কুমার মণ্ডল, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নুরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা শ্রমিক লীগ নেতা মোঃ আরজু সরকার, গাজীপুর জেলা যুবলীগ নেতা মোঃ শহিদুল্লাহ সরদার, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা শেখ সেলিম, শ্রীপুর পৌর যুবলীগ নেতা মোঃ আশরাফুল আলম ওয়াসিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ