গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় অভিযান চালিয়ে মো: নাহিদ মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার নাহিদ মিয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাসনা গ্রামের মো: মোরশেদ আলীর ছেলে। বুধবার র্যাব-১ এর (স্পেশালাইজড কোম্পানী) গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কোম্পানি কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন বটতলা এলাকা থেকে আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার আসামি নাহিদ মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, নাহিদ মিয়া ময়মনসিংহের মুক্তাগাছার গড়বাজাইল এলাকায় কিশোরীর দুঃসম্পর্কের মামাতো ভাই হওয়ার সুযোগে মাঝে মাঝে তার বাড়িতে যাওয়া-আসা করত। এর সুবাদে তাকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। গত ২০২০ সালের ৮ মে রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরীর বাবা বসত-বাড়িতে না থাকার সুযোগে নাহিদ তাকে ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভুক্তভোগী অন্ত:স্বত্তা হয়ে যায়। ভুক্তভোগীকে সামাজিক সম্মানের ভয় দেখিয়ে ও ভুল বুঝিয়ে এবং দুই পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। নাহিদ গত ৬ নভেম্বর থেকে ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ২০২০ সালের ৮ ডিসেম্বর ভুক্তভোগী বাদী হয়ে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদলতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে।
গ্রেফতারকৃত নাহিদ মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ