গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় অভিযান চালিয়ে মো. নাহিদ মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার নাহিদ মিয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাসনা গ্রামের মো. মোরশেদ আলীর ছেলে।
বুধবার র্যাব-১ এর (স্পেশালাইজড কোম্পানি) গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি নাহিদ মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল