নওগাঁ শহরের আস্তান মোল্লা কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ। আজ সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের মিছিল লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের ৩ কর্মী আহত হয়েছেন। আহতরা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেডির মোড় হয়ে একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিলো নওগাঁ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় হঠাৎ আস্তান মোল্লা কলেজের সামনে মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানে পর পর ২টি ককটেল বিস্ফোরিত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ টি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে। ঘটনায় থানায় মামলা হবে বলে জানায় পুলিশ।
এদিকে এই হামলা বিএনপি নেতাকর্মীরা চালিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। প্রতিবাদে তাৎক্ষনিক শহরে একটি প্রতিবাদ মিছিল করে ছাত্রলীগ।
বিডি প্রতিদিন/হিমেল