ভোলায় ট্রলির সঙ্গে ধাক্কা লেগে মো. মেহেদী হাসান ডালিম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেনের ছেলে।
এ ঘটনায় মো. সালাউদ্দিন নামে আরেকজন আহত হয়েছেন। তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে, মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর মেহেদী ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে বাংলাবাজার থেকে দৌলতখান যাচ্ছিলেন। বাংলাবাজার এলাকার সরকার বাড়ি এলে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তারা দুজনই আহত হন।
ওই সময় স্থানীয়দের সহযোগীতায় তাদের পরিবারের সদস্যরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বরিশাল প্রেরণ করেন। পরে রাত পৌনে ১০টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে মেহেদীর মৃত্যু হয়।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ