ময়মনসিংহের ফুলপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহেল বাকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পিআইও আশীষ কর্মকার, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, সাবরেজিস্ট্রার তৌফিক সালাহ উদ্দিন, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, এটিএম রবিউল করিম, এম এ মান্নান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল