বাগেরহাটে সদরের বাঁশবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে শামীম হাওলাদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শামীম হাওরাদার বাগেরহাটে সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে এলাকার ফিরোজ হাওলাদারের বাড়ির সামনে পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি আঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, এ ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাত থেকেই এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আটকে পুলিশের অভিযান চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ