নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নোয়াখালীতে তারুণ্যের প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এ সংলাপ। এ সময় জেলা প্রশাসক নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ করান সকলকে।
সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক ফারিয়ান তাহরিম, আফ্রিদা জিননুরাইন উর্বী, ইউএনএফপিএ এর নোয়াখালীর ফিল্ড অফিসার ডা. সাদিয়া সামরিন হৃদি, ট্রান জেন্ডার অধিকার কর্মী সামসুল ইসলাম পলক, একশন এইডের প্রোগ্রাম অফিসার সাইয়েদা আক্তার, জাতিসংঘের জনসংখ্যা তহবিলের জাতীয় প্রোগ্রাম অফিসার জেফারসন চাকমা, উন্নয়ন সংস্থা এনআরডিএস এর প্রধান নির্বাহী আবদুল আউয়াল, নুর আলম মাসুদ, নারী নেত্রী লায়লা পারভীন ও আবু নাছের মঞ্জু সহ অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তারা আরও বলেন, বিগত কয়েক মাসে নোয়াখালীতে যৌন হয়রানি থেকে শারিরীক আক্রমণ, প্রতিবাদকারীর উপর হামলা, ধর্ষণ এমনকি খুনের মতো অনেক ঘটনা ঘটেছে। জরিপে অংশগ্রহণকারী নারীদের প্রায় ৫৭ শতাংশ মনে করেন নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা আশংকাজনক হারে বেড়েছে। সংলাপে তরুণ প্রজন্মের নারী ও পুরুষরা অংশগ্রহণ করেন। বক্তরা নারীর প্রতি সহিংসতা রোধে পুরুষদের এগিয়ে আসা ও সমতা গড়ে তোলার আহ্বান জানান এবং সমাজে প্রত্যেক ক্ষেত্রে নারীকে সম মর্যাদা দেওয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল