ভোলার লালমোহন উপজেলায় ৩৭শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন আনুষ্ঠানিকভাবে এই সার ও বীজ বিতরণ করেন।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন। কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে। আগামীর বিশ্বখাদ্য মন্দা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সবাইকে বেশি বেশি খাদ্য উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, উপজেলা কৃষি অফিসার এএফএম শাহাবুদ্দিন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল