চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী এলাকা থেকে ১৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু এলাকার ইকরামুল হাসান (৩৭) ও মোহাম্মদ মুন্না (২৪)।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে হাউলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ইকরামুল ও মুন্নাকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল