দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের দোহলাপাড়ায় ঘটেছে। মৃত অকিদুল ইসলাম (৩৫) চিরিরবন্দরের নশরতপুর ইউপির দক্ষিণ নশরতপুর গ্রামের দোহলাপাড়ার হাচিমদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসিরা জানায়, অকিদুল গত মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় আমিনুল ইসলামের পুকুরে পানি সেচে মাছ ধরার জন্য বৈদ্যুতিক বাল্ব সেটিং করে। বুধবার ভোরের দিকে অকিদুল বৈদ্যুতিক সংযোগের কেবল স্পর্শ করলে সে গুরুতর আহত হয়। ঘটনা টের পেয়ে স্থানীয়রাসহ তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিরিরবন্দরের রানীরবন্দরে চিকিৎসকের নিকট নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কমল রায় জানান, নিহত অকিদুলের হাতে বিদ্যুৎস্পর্শের চিহ্ন রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এএ