বিভিন্ন রকম পিঠা-পুলি আপ্যায়নের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার ছিলিম ইউনিয়নের আতাহার দক্ষিণ শহরে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন এই উৎসবের আয়োজন করে।
এ উপলক্ষে মুনজের আলম মানিকের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনুভা, সাংবাদিক রফিকুল আলম, আনোয়ার হোসেন দিলু ও ডাবলু কামার গোষ প্রমুখ। পরে জেলার ঐতিহ্য গম্ভীরা গান পরিবেশন করেন ফাইজার রহমান মানির দল। এর আগে প্রায় ১৫ রকমের পিঠা-পুলি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই