বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও শুদ্ধাচার কমিটির যৌথ উদ্যোগে বুধবার বাউবির মূল ক্যাম্পাসের সেমিনার হলে ‘বাউবি’র কর্মচারীদের পেশাগত উন্নয়নে শুদ্ধাচার’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি’র প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাউবির ট্রেজারার ও স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম। কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে ছিলেন অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম ও এসিসট্যান্ট চিফ ক্যাম্পাস সুপারভাইজার মো: বদরুল ইসলাম। দুপুরে কর্মশালায় সমাপ্তি বক্তব্য প্রদান করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানা। কর্মশালা সফল করতে আইকিউএসি’র কর্মকর্তা মো: সাইফুল ইসলাম মজুমদার এবং আর কে সুমন সহকারী হিসেবে দায়িত্বরত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ