গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে আজ বুধবার বিকালে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি'র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান আমলের ২২ পরিবারের হাত থেকে মুক্তি পেলেও দেশ আজ ২২০০ পরিবারের হাতে বন্দী। রাষ্ট্রীয় মাফিয়া ও রাস্তার মাফিয়ারা আজ দেশ চালাচ্ছে। সাধারণ মানুষের স্বার্থ শাসক গোষ্ঠীর কাছে উপেক্ষিত। তাই ২০/২৫ হাজার টাকার জন্য দেশকে বাঁচিয়ে রাখা কৃষককে জেলে যেতে হয়, আর লক্ষ কোটি টাকা পাচারকারীরা ভিআইপি মর্যাদায় চলাফেরা করে।
বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ, গাইবান্ধা জেলা সম্পাদক রেবতী বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মোশারফ হোসেন নান্নু, বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বাসদ গাইবান্ধা জেলা আহবায়ক গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ