কাতার বিশ্বকাপে আজ পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে মেসি-ডি মারিয়ারা। এদিকে, প্রথম রাউন্ডের শেষ ম্যাচকে ঘিরে উন্মাদনা মুন্সীগঞ্জে ফুটবল প্রেমীদের মাঝে। প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনা সমর্থকরা। আর আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিলে ব্রাজিল সমর্থকদের অংশ নিতে দেখা গেছে।
আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে বিকাল সাড়ে ৩টার দিকে জেলা স্টেডিয়ামের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের কাচারি-সুপার মার্কেট ও দর্পনা সিনেমা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন শত শত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক। এসময় মোটরসাইকল ও ট্রাকে অংশ নেয় সমর্থকরা। ছোট পতাকার পাশাপাশি ৫০ মিটার পতাকা উড়িয়ে, আর্জেন্টিনা, মেসিসহ নানা স্লোগানে দেয় তারা।
মিছিলে অংশ নেয়া আর্জেন্টিনা সমর্থক আশরাফুল হাসান রাজু বলেন, রাতে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ তাই বিকালে জেলার সকল আর্জেন্টিনা সমর্থকরা একত্রিত হয়ে মেসি-ডি মারিয়াদের জন্য শুভ কামনা জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। এটা মেসির শেষ বিশ্বকাপ। আমাদের প্রত্যাশা মেসির হাতে তার শেষ বিশ্বকাপটি উঠুক। তাহলেই দীর্ঘদিনের বিশ্বকাপের পাওয়ার অপেক্ষা ঘুচবে আর্জেন্টিনার সকল সমর্থকদের।
আরেক সমর্থক রফিকুল ইসলাম বলেন, আজ ডু অর ডাই ম্যাচ, খেলা হবে কাতারে। আমরা চাই আর্জেন্টিনা জিতুক। অনেক দূরে খেলা হলেও মনে হয় তারা আমাদের কাছের মানুষ। রাত জেগে খেলা দেখি। চাই মেসির হাতে এবারের বিশ্বকাপ উঠুক।
শোভাযাত্রাটি বিকাল সাড়ে ৪টার দিকে দিকে জেলা শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/আরাফাত