মাদারীপুরে জমি হাল চাষ করার মাহিন্দ্রা উল্টে দুই ভাগ্নেসহ মামা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার ঝাউদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝাউদি ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম (২২) ও একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার (১০), জিহাদ হাওলাদার (৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে মামা জহিরুলের সঙ্গে মাহিদ্রায় চেপে জমি হাল চাষ করতে দক্ষিণ মাদ্রা এলাকার জমিতে যায় জোবায়ের ও জিহাদ। হালচাষ শেষে সন্ধ্যার দিকে জমি থেকে বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে মাহিদ্রাটি উল্টে পাশের খালে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি দুঃখজনক।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ