আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ সভা করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসুন আমরা দুর্নীতিকে না বলি। শুধু আর্থিক লেনদেনই দুর্নীতি নয়। ছোট-বড় আরো অনেক দুর্নীতি রয়েছে। যেগুলো আমরা অবহেলার চোখে দেখি। দুর্নীতির বিরুদ্ধে আমরা অনেকে অনেক কিছু বলে থাকি। মূল বিষয় হলো আমরা যে যার অবস্থান থেকে কাজ করি সেখান থেকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। একক এবং সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরকারের পাশাপাশি সকলের ঐক্য প্রচেষ্টায় দেশ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব।
জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জি।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সঞ্জু রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সামির হোসেন মিশু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, সদস্য তাহমিনা পারভীন শ্যামলী, সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, রাজনৈতকি, সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৯টায় শহরের সাতমাথায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল