ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে বগুড়া থেকে বাস ছেড়ে এলেও যাত্রী সংখ্যা একেবারে কম। শুক্রবার সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের বাসগুলো চলাচল শুরু করে। কিন্তু বাস চললেও বাসের বেশিরভাগ সিট ছিল ফাঁকা। যাত্রীরা বলছেন, ঢাকায় বিএনপির সমাবেশের জন্য তারা আসছেন না।
জানা যায়, বগুড়া শহরের বনানী, মাটিডালি, চারমাথা, ঠনঠনিয়া থেকে ঢাকাগামীসহ বিভিন্ন রুটে বাস চলাচল করছে।
বগুড়া শহরের সেলিম রেজা জানান, শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির সমাবেশের কারণে ঢাকায় যাওয়া হচ্ছে না। বলা যায় না কখন কী ঘটে যায়।
বগুড়া শাহ ফতেহ আল বাস কাউন্টার থেকে জানা যায়, শুক্রবার যাদের ঢাকায় আসার কথা ছিল তারা বিএনপির সমাবেশকে ঘিরে আতঙ্কের জন্য ঢাকায় আসতে চাইছেন না। অনেকেই টিকিট ফেরত দিয়েছেন। আবার কিছু বাস চলাচল করছে।
বগুড়া শহরের বনানী মোড়ের বাসিন্দা বাবু মিয়া জানান, সকাল থকে ঢাকাগামী বাস চলাচল করছে। যাত্রী তেমন একটা দেখা যায়নি। সকাল গড়িয়ে যেতেই বিভিন্ন পরিবহন বনানী মোড়ে ভিড় করে। ভিড় করলেও যাত্রী হয়নি বাসে।
বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, বাস চলাচল করছে। যাত্রী সংখ্যা কম। কোনো অবরোধ ডাকা হয়নি। সকল বাস চলাচল করছে। আর যদি দুই একটি বাস বন্ধ থাকে তাহলে সেটা মালিকের বিষয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ