বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা বিএনপি।
শুক্রবার সকালে শহরের পাওয়ার হাউজ রোড থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি মোড়ে এক প্রতিবাদ সভা করে। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা ছাত্র দলের সভাপতি ফোজায়েল চৌধুরী প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল