ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ। শুক্রবার বেলা ১১ টায় শহরের হাতেম আলী রোডে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন সংবাদ সম্মেলনে বলেন, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরকে ৫ ডিসেম্বর পুনর্বহাল করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। তার পুনর্বহালের খবরে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন অলি গৌরীপুর উপজেলা ছাত্রলীগসহ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নয়টি ইউনিটের নতুন কমিটি একদিনে ঘোষণা করেন।
আলী ইমরান রনিকে সভাপতি ও সাব্বির আহমেদ রাসিককে সাধারণ সম্পাদক করে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি করা হয়। কিন্তু এই কমিটি ৬ ডিসেম্বর প্রকাশ করলেও তারিখ দেওয়া হয় ৪ ডিসেম্বরের।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা ছাত্রলীগের দুই নেতার এমন কাজ ‘গঠনতন্ত্র বিরোধী।’ সংগঠন বিরোধী এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিতর্কিত দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও দাবিও করা হয় সংবাদ সম্মেলনে।
এসব অভিযোগের বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জানান, ‘এসব কমিটি সংগঠনের সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী ও অবৈধ।’
বিডিপ্রতিদিন/কবিরুল